হাদীস: আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। হযরত ওমর ইবনে খাত্তাব (রা) বলেন, আমি এবং আমার প্রতিবেশী ‘বনি উম্মিয়াহ যায়েদ গোত্রের আনসারী সাহাবী যিনি মদীনার নিকটবর্তী পূর্বদিকের এক গ্রামে বাস করতেন। আমরা উভয়ে এলেম শিক্ষার জন্য রাসূল পাক (সাঃ) এর দরবারে আগমন করতাম। একদিন আমি আসতাম।
একদিন তিনি আসতেন। যে দিন তিনি আসতেন, সে দিন আমি তার কাছে খবর নেয়ার জন্য আসতাম এবং জিজ্ঞেস করতাম আজ কোন ওহী এসেছে কিনা? বা অন্য কোন খবর আছে কিনা? আর যে দিন আমি আসতাম। সেদিন অনুরূপভাবে তিনি আমার কাছে খবর জানার জন্য আসতেন। হযরত ওমর (রা) বলেন, একদিন আমার সাথী আনসারী সাহাবী তার নির্ধারিত দিনে রাসূল পাক (সাঃ) এর দরবারে হাজির হলেন।
সে দিন রাসূলেপাক (সাঃ) উম্মুল মুমিনদের কাছ থেকে দূরে থাকার ঘটনা শুনতে পেলেন। আনসারী সাহাবী তাড়াতাড়ি বাড়ীতে গেলেন এবং হযরত ওমর (রা) এর ঘরের দরজা খুব জোরে নাড়া দিলেন এবং বললেন, ওমর (রা) কি ঘরে আছেন। তার আগমন শুনে আমি পেরেশান হয়ে তার কাছে ছুটে আসলাম।
আমাকে দেখতে পেয়ে তিনি বললেন, ভাই ওমর! আজতো বিরাট এক ঘটনা ঘটে গেছে। বিস্তারিত ঘটনা শুনে আমি সাথে সাথে হযরত হাফসার (রা) এর বাড়ীতে এসে দেখতে পেলাম তিনি কাঁদলেন। আমি তার কান্না দেখে জিজ্ঞেস করলাম, হুজুর (সাঃ) কি তোমাকে তালাক দিয়েছেন? তিনি বললেন আমি জানি না। অতঃপর আমি রাসূলেপাক (সাঃ) এর কাছে আসলাম।
আমি দাঁড়ানো অবস্থায়ই রাসূলেপাক (সাঃ) কে জিজ্ঞেস করলাম। হজুর! আপনি কি আপনার বিবিদের তালাক দিয়েছেন? উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন না, আমি তালাক দেইনি। আমি উক্ত আনসারীর খবরে আশ্চর্য হয়ে বললাম-আল্লাহ আকবার।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply