গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা মোস্তফাপুর গ্রামে দীর্ঘদিন ধরে সেচপাম্প নিয়ে চলা দ্বন্দের জেরে এ সংক্রান্ত ঘটনার বাদী মোস্তফাপুর গ্রামরর আবুল কালাম লালুর ছেলে সোহরাবের অভিযোগের তদন্ত করতে আজ ১২ ডিসেম্বর বুধবার বিকালে পলাশবাড়ী থানার এ এস আই সাইফুল ইসলাম ও পুলিশ সদস্য মৃত্যুণজয় কে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য অভিযোগের তদন্তে এ গ্রামের যাওয়ার পর অভিযোগের বিবাদী মোস্তফাপুর গ্রামের
মৃত মোজ্জাম্মেলের ছেলে আহাদগং এর ১০ হতে ১৫ জন ব্যক্তি পুলিশের উপর আতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মৃত্যণজয় (৩৬) আহত হয়। আহত পুলিশ সদস্য কে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলাকারীগং এর প্রধান আহাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪০) কে আটক করে পুলিশ।
আহত পলাশবাড়ী থানার পুলিশ সদস্য মৃত্যুণজয় (৩৬) ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বানাগাও গ্রামের মনমোহনের ছেলে।
এখবর নিশ্চিত থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান,এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, অন্য কোন উদ্দেশ্যে পুলিশের উপর হামলা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।
Leave a Reply