নিয়ামতুল্লাহ্ ইমন, জয়পুরহাট প্রতিনিধিঃ আজ বুধবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারের মাঝে টিন ও টাকা বিতরণ করা হয়। সরকারি ভাবে উপজেলা প্রশাসন ১১৯টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল টিন ও ৩ হাজার টাকা, ৮১টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল টিন এবং ৮১টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা নূর এ শেফা প্রমুখ। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে পাঁচবিবি উপজেলার নওদা, গোপালপুরসহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৮১টি পরিবারের বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply