জয়পুরহাট প্রতিনিধিঃইরি-বোরো ধান ঘরে তোলার আর মাত্র এক সপ্তাহ বাকী। ঠিক সেই মুহূর্তে জয়পুরহাটের পাঁচবিবিতে জুয়া খেলার জায়গা দেখিয়ে দেওয়ায় রহমতপুর গ্রামের ফরিদুল ইসলাম নামে এক কৃষকের ঘরে উঠার আগেই জমিতে বিষ দিয়ে পাকা ধান নিধন করেছে দুর্বৃত্তরা। বাঁশখুর ২৪৬২ ও রহমতপুর মৌজার ২১ নং দাগে তিন বিঘার ধান নিধন করার ফলে ওই কৃষকের প্রায় অর্ধলক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কৃষক ফরিদুল ইসলাম জানান, আমি প্রতিদিনের মত শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মাঠে জমি দেখতে যাই।
গিয়ে দেখি কে বা কারা আমার জমিতে বিষ দিয়ে ধান নিধন করেছে। সঙ্গে সঙ্গে রাতে আমি বিষয়টি চেয়ারম্যানকে জানাই। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় দশ দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল রহমতপুর গ্রামে জুয়ার বোর্ড ভেঙে দেওয়ার জন্য আসে।
সেদিন ওই জুয়ার বোর্ড খেলার জায়গা চেয়ারম্যানকে দেখিয়ে দেওয়ার কারণে তারা কৃষকের উপর ক্ষিপ্ত হয়ে তিন বিঘার পাকা ধানে বিষ দিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply