সাম্প্রতিক সময়ে আবারও সুদিন ফিরে আসার আশা জাগাচ্ছে ফুটবল। বিশেষত বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স আশা জাগাতে শুরু করেছে সব ধরণের ফুটবল নিয়েই। আসন্ন এসএ গেমসেও তাই বাংলাদেশ অলিম্পিক দল নিয়ে অনেকেই উড়াচ্ছেন আশার বেলুন।
তবে টুর্নামেন্টের সূচিটা বেশ বিপাকে ফেলেছে বাংলাদেশকে। যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন হেড কোচ জেমি ডেও। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করা সাদ উদ্দিন জানালেন, ব্যাপারটা একটু কঠিন হলেও পরিস্থিতিটা সবার জন্যই সমান।
তিনি বলেন, ‘আমরা কদিন আগে এসেছি এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো আছে। মানিয়ে নিয়েছে। পাঁচ দিনে চারটা ম্যাচ-এটা একটু কঠিন। কারণ রিকোভারীরর সময় কম। তবে এ পরিস্থিতি সবার জন্যই সমান। সবাই এভাবেই খেলবে। আশা করি, ওটা বড় কোনো ফ্যাক্ট হবে না আমাদের জন্য। চেষ্টা করব ভালো কিছু করার।’
এবারের আসরে অংশ নিচ্ছে না ভারত। তাতেও নিশ্চিন্ত থাকতে চান না সাদ। স্বাগতিক নেপাল হুমকি হতে পারে বলেই মনে করেন তিনি, ‘আমার মনে হয়, নেপালই আমাদের মূল প্রতিপক্ষ হবে। কেননা, ওরা নিজেদের মাঠে, দর্শকের সামনে খেলবে। তবে আমাদের জন্য ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। গত দুই ম্যাচে ওদেরকে আমরা হারিয়েছি। ওই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘ভারত খেলবে না বলে কোনো রিল্যাক্স নেই আমাদের মধ্যে। নেপাল অনেক ভালো দল। তারা নিজেদের মাঠে খেলবে। সব প্রতিপক্ষকে আমরা সমানভাবে দেখি। কাউকে ছোট করে দেখি না। প্রথম ম্যাচ সবার জন্য গুরুত্বপূর্ণ। চেষ্টা করব সবাই শেষবার যেভাবে ভুটানের বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছি, সেভাবে খেলতে। তাহলে ভুটানকে হারাতে পারব।’
Leave a Reply