হেডিংলিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৭ রান জমা করতে সমর্থ হয়েছে আফগানিস্তান। জয়ের জন্য ওভারপ্রতি ৪.৫৬ রান হারে ২২৮ রান করতে হবে পাকিস্তানকে।
শুরুতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। উদ্বোধনী জুটিতে ২৭ রান তুলতে সক্ষম হন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব ও রহমত শাহ। ব্যক্তিগত ১৫ রানে শাহীন শাহ আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান গুলবাদিন। পরের বলেই নতুন ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদীকে ইমাদ ওয়াসিমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান শাহীন। গোল্ডেন ডাকের আক্ষেপ নিয়ে ফিরতে হয় শাহিদীকে।
এরপর দলীয় ৫৭ রানে ইমাদ ওয়াসিমের বলে রহমত শাহকেও হারায় আফগানিস্তান। বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে রহমত করেন ৩৫ রান।
তবে প্রাথমিক সেই চাপ থেকে আফগানদের ভালোভাবেই টেনে তুলছিলেন অভিজ্ঞ আসগর আফগান ও তরুণ ইকরাম আলী খিল। দুজনে মিলে গড়ে তুলেছিলেন ৬৪ রানের জুটি। কিন্তু দলীয় ১২১ রানে শাদাব খানকে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে গেছেন আফগান। সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে যোগ করেছেন ৪২ রান।
এর কিছুক্ষণ পরে ব্যক্তিগত ২৪ রানে ইমাদ ওয়াসিমের বলে ফিরে যান ইকরাম আলী খিলও। দুই ব্যাটসম্যান মিলে শুরুর চাপটা পাকিস্তানের ওপর ফিরিয়ে দিচ্ছিলেন ভালোভাবেই, তবে আসগর ও ইকরামের বিদায়ে আবার চাপে পড়ে আফগানরা। এরপর নামের প্রতি সুবিচার করতে পারেননি মোহাম্মদ নবীও। ৩৩ বলে মাত্র ১৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ আমিরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর নাজিবউল্লাহ জাদরানের ৪২ ও সামিউল্লাহ শিনওয়ারির ১৯ রানে শেষ পর্যন্ত ২২৩ রানের সংগ্রহ পায় আফগানরা।
পাকিস্তানের পক্ষে আজ ১০ ওভার বল করে ৪৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজ নিয়েছেন ২টি করে উইকেট।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply