হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। তখন আমরা আসরের নামাজ শুরু করতে দেরী করছিলাম।
তাই আমরা অযু করছিলাম এবং আমাদের পা মাসেহ করার মত হালকাভাবে ধুয়ে নিয়েছিলাম। তখন তিনি উচ্চৈঃস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্যে জাহান্নামের আযাব রয়েছে। দু’বার কিংবা তিনবার একথা বললেন।
নবী করীম (সাঃ) এর অযুর নিয়ম:
হাদীস: হযরত ইয়াহইয়া আল মাযিনী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে যায়িদ (রা) কে জিজ্ঞেস করল, আপনি কি আমাদেরকে দেখাতে পারেন, রাসূলুল্লাহ (সাঃ) কিভাবে অযু করতেন? হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) বললেন, হ্যাঁ আমি পারবো।
তারপর তিনি পানি আনালেন। পানি ঢেলে দু’বার হাত ধুলেন। তারপর তিনি কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তিনবার চেহারা ধুলেন। দু’হাত কনুই পর্যন্ত ধুলেন। দু’হাত দিয়ে মাথা মাসেহ করলেন।
অর্থাৎ হাত দুটো সামনে ও পিছনে নিলেন। মাথার অগ্রভাগ থেকে শুরু করে উভয় হাত গর্দান পর্যন্ত নিলেন। অতঃপর আবার যেখান থেকে নিয়েছিলেন। সেখানেই ফিরিয়ে আনলেন। তারপর দু’পা ধুলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply