এখন থেকে পিৎজা ইন্-এর সকল আউটলেটে ক্রেতারা বিকাশে পেমেন্ট দিতে পারছেন। এ জন্য সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
সম্প্রতি চুক্তি বিনিময় করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পিৎজা ইন্ এর জেনারেল ম্যানেজার মেজর মোহাম্মদ আশফাক হোসেন (অব.)।
এ সময়ে বিকাশের হেড অব এম-কর্মাস মাহবুব সোবহান, ম্যানেজার সিরাজুল মাওলা, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর এবং পিৎজা ইন্ এর অ্যাকাউন্টস ইনচার্জ রাসেল হুদা রাজিব, ম্যানেজার মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাব্বির নেওয়াজ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply