জাহেদুল ইসলাম মিরাজ,চট্রগ্রাম প্রতিনিধি:বাঁশখালী থানার অন্তর্গত ৭নং সরল ইউনিয়ন নিবাসী ৫নং ওয়ার্ডের আইশর বর বাড়ির মুনতাহা নামের দুই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়,আজ মাগরিবের সময় ২৭/১২/১৯ বুধবার বিকালে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। সে উপজেলার মিনজিরীতলা গ্রামের নুরুল হকের মেয়ে।থাকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার মৃত্যু বলে জানান।মুনতাহা নামে এই ছোট্ট শিশুর ওছিলায় আমাদের সকলের গুনাহ সমুহকে মাপ করে দাও আমিন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply