হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু‘মিনীন হযরত আয়েশা (রা) এর অভ্যাস ছিল, তিনি কোন কিছু শুনলে তা বুঝে না আসা পর্যন্ত পুনরায় জিজ্ঞেস করতেন, যাতে তার পরিষ্কার বুঝে আসে। একবার রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যার হিসাব নেয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে।
হযরত আয়েশা (রা) বলেন, মহান রাব্বুল আলামীন কি বলেননি যে, “তাদের খুব সাধারণ হিসেব করা হবে”। উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, এবাক্য তো ক্ষমা হিসেবে বলা হয়েছে। কিন্তু যার হিসেব কঠোরভাবে নেয়া হবে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে।
উপনাম ব্যতীত রাসূলেপাক (সাঃ) এর নামে নাম রাখা জায়েয:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেন, তোমরা আমার নামের মতো নাম রাখ। কিন্তু আমার উপনামে উপনাম রেখ না। যে আমাকে স্বপ্নে যোগে দেখতে পেল সে সত্যিকারভাবেই আমাকে দেখতে পেল।
কারণ, শয়তান কখনো আমার অনুরূপ সুরত ধরতে পারে না। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার প্রতি মিথ্যারোপ করবে, তার ঠিকানা জাহান্নামে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply