বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের নকশা তুলে দিয়েছেন কুমিল্লা সদর আসনের পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর্কিট্রাকচারাল ডিজাইনের সম্পূর্ণ নকাশাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এমপি বাহার।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নয় তলা ভবনের নকশাটিতে ফ্লোরের বিণ্যাসে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়, সভাকক্ষের নামকরণসহ বিস্তারিত উল্লেখ রয়েছে নকশাটিতে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয় ২০১৭ সালের ২২শে জুলাই। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে।
কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পরই অন্যান্য সদস্যদের নিয়ে নগরীর লাকসাম রোডে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের নির্মাণ কাজে হাত দেন। স্বল্প সময়ে ভবনটির নির্মাণ কাজ শেষ করেছেন এমপি বাহার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কার্যালয়টি উদ্বোধনের কথা জানান এমপি বাহার।
প্রধানমন্ত্রী সময় দিলে সেদিনই উদ্বোধন করা হবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি। তার আগে, সুদৃশ্য ও দৃষ্টিনন্দন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্পূর্ণ ভবনটির নকশা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।
ভবনটির ২য় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়।
২য় তলার নামকরণ করা হয় বঙ্গবন্ধুর সর্বকণিষ্ঠ পুত্র শেখ রাসেল ফ্লোর নামে, এই ফ্লোরটিতে বসবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ, ৩য় তলার নামকরণ করা হয়েছে শেখ জামাল ফ্লোর নামে, এই ফ্লোরটিতে বসবে কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগ ও কুমিল্লা মহানগর শ্রমিকলীগ।
৪র্থ তলার নামকরণ করা হয়েছে শেখ কামাল ফ্লোর নামে, এই ফ্লোরটিতে বসবে কুমিল্লা মহানগর যুবলীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ।
৫ম তলার নামকরণ করা হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফ্লোর নামে, এই ফ্লোরটিতে বসবে কুমিল্লা মহানগর মহিলা লীগ, এই ফ্লোরেই রয়েছে বিশাল সভাকক্ষ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply