নিজের ও শিশু সন্তানের প্রাণ রক্ষার্থে শরণার্থী শিবির থেকে পালিয়েছেন চরমপন্থী জঙ্গি সংগঠন আইএস-এর হয়ে কাজ করতে সিরিয়ায় যাওয়া শামীমা বেগম।
নিজের ভুল স্বীকার করায় অন্যান্য জঙ্গির স্ত্রীরা তার ওপর ক্ষিপ্ত হয় এবং হত্যার হুমকি দেওয়ার পর আত্মরক্ষার্থে শামীমা আত্মগোপন করেছেন শামীমা।
শামীমার আইনজীবী তাসনিম আকুঞ্জি শামীমার আত্মগোপনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীমা তার ও তার সন্তানের নিরাপত্তার জন্যে আত্মগোপনে বাধ্য হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যমের দেয়া তথ্য মতে, সিরিয়ার ওই শরণার্থী শিবিরে শামীমাকে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়েছে। এরপর থেকে সে ভীত হয়ে পড়ে। নিজে ও নিজের সন্তানকে বাঁচাতেই সে আত্মগোপনের পথ বেছে নেয়। এছাড়া আইএস জঙ্গিদের অনেক গোপন তৎপরতা সম্পর্কে সে খোলাখুলি বক্তব্য রেখেছে।
আইএস জঙ্গিদের অন্যান্য বধূরা বলছেন, দুর্ভাগ্যের জন্যে শামীমার নিজের কপালকেই দোষ দেয়া উচিত, অন্যকে নয়।
২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে শামীমা ব্রিটেন থেকে আরও ২ বান্ধবীর সাথে পালিয়ে সিরিয়ার রাকায় চলে যান। সেখানে তিনি ডাচ জঙ্গি ইয়াগো রিয়েদজিককে বিয়ে করে। ব্রিটেনের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার মেয়ে শামীমা আইএস জঙ্গিদের সঙ্গে তথাকথিত জিহাদে যোগ দিতে সিরিয়া চলে যান। সম্প্রতি নিজের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করে ব্রিটেনে ফিরে আসতে চাইলেও দেশটি তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তার নাগরিকত্বও কেড়ে নিয়েছে ব্রিটেন।
সর্বশেষ সিরিয়ার উত্তরাঞ্চল এলাকা আল-হল ক্যাম্প থেকে নিখোঁজ হয়ে পড়েন শামীমা। তবে সে কোথায় আছে তা এ আইনজীবী জানেন না তিনি বলেন, আমার ধারণা সে একের পর এক স্থান পরিবর্তন করছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply