মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক সাংসদ আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
টাঙ্গাইল-৩ আসনের এ সাবেক সাংসদকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আর রানার পক্ষে ছিলেন নসুরুল হক চৌধুরী ও আবদুল বাসেত মজুমদার।
গত ৬ মার্চ হাই কোর্ট যুবলীগের দুই নেতা হত্যা মামলায় ও ১৪ মার্চ ফারুক আহমেদ হত্যা মামলায় ছয় মাস করে জামিন পান রানা।
তবে টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা হত্যার আরেক মামলায় হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান এ আইনজীবী।
যার ফলে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা রানাকে মুক্তির জন্য এ মামলায় জামিনের অপেক্ষায় থাকতে হচ্ছে।
গত ১৪ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানাকে ছয় মাসের জামিন দেয়। কিন্তু গত ২৫ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত।
এর ধারাবাহিকতায় আপিল বিভাগ আজ আবেদনটির শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দেয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply