বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড আগামী এক বছরের জন্য পুনঃগঠন হলো। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে তথ্যসচিবকে চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করার ঘোষণা দেয়া হয়।
পুনঃগঠিত সেন্সর বোর্ডের নতুন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সুরকার শেখ সাদী খান, নাট্যজন ম. হামিদ, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চলচ্চিত্রকার শাহ আলম কিরণ, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, পরিচালক রানা হামিদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আরও থাকছেন আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), প্রধানমন্ত্রীর প্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক।
প্রথমবার সেন্সর বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করেছেন শেখ সাদী খান, অরুণা বিশ্বাস, খোরশেদ আলম খসরু ও ড্যানি সিডাক। তারা আন্তরিকভাবেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী রোববার (১০ ফেব্রুয়ারি) থেকে তাদের দায়িত্ব শুরু হওয়ার কথা রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply