ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার সড়ক পাকাকরণ কাজে ঠিকাদারের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় মারপিট করে পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক ওরফে পুইট্টা মালেক। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে পৌর সদরের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয়। ঠিকাদার জয়নাল আবেদীন বাদল বাদী হয়ে মালেকসহ ৪ জনকে আসামি করে থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু পাবলিক হলে সাংবাদিক সম্মেলন ও দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়েছে। ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঠিকাদার জয়নাল আবেদীন বাদল, কৃষক লীগের সাবেক সভাপতি উছমান গণি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঠিকাদার শওকত আলী প্রমূখ।
আরো পড়ুনঃ নাটোরে ৩৬ ঘন্টার ব্যবধানে দুই খুন
ঠিকাদার জয়নাল আবেদীন বাদল জানান, ফুলবাড়ীয়া পৌরসভা সড়ক পাকাকরণের জন্য টেন্ডার আহ্বান করেন। তিনিসহ অপর এক ঠিকাদারী প্রতিষ্ঠান শিডিউল জমা দেন। কিন্তু শর্ত পূরণ না হওয়ায় প্রথম আহ্বান করা দরপত্র বাতিল করেন পৌর কর্তৃপক্ষ। দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হলে তিনিসহ ৩
ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র জমা দেন। পৌর অফিস জয়নাল আবেদীন বাদলের ঠিকাদারী প্রতিষ্ঠান হৃদয় এন্টারপ্রাইজকে ২ লাখ ৮০ হাজার টাকার সড়ক পাকাকরণ কাজের অনুমতি দেন। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে জোরবাড়ীয়া সড়কটি পাকাকরণের কাজ করতে গেলে পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক কাজে বাধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা করে। চাঁদা না পেয়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) মালেকসহ তার লোকজন বাদলকে উপজেলা পরিষদে মারপিট আহত করে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ঠিকাদার জয়নাল আবেদীন বাদী হয়ে মামলার পর মালেককে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply