আহা, আজই এ বসন্তে;
কতো ফুল ফোটে,
কতো পাখি গাহে… কী সহজে হয়ে গেলো বসন্তবরণ। গাছের ডালে ডালে নতুন ফুল, নতুন পাতা; নতুন পাতার আড়ালে পাখিদের কিচিরমিচির। এতোসব কিছু রবীন্দ্রনাথের কয়েকটি লাইনে কী সুন্দর করে উঠে এলো। ভাগ্যিস তিনি বাংলায় লিখতেন! নাহলে এই এক বসন্তকে ঘিরে কতো কবি-লেখক কতো কিছু লিখতেন, অথচ কোনোটিতেই যেন ঠিক মন ভরতো না। তিনি আমাদের বসন্তবরণের বিষয়টি সহজ করে দিয়েছেন, তাঁর অল্প ক’টি চরণে।
আচ্ছা, মন খারাপ? বসন্তের প্রথম দিনে কোনো ছুটি নেই? সেই ভোরে ঘুম থেকে ওঠা, তারপর বাসে বাদুড়ঝোলা হয়ে অফিস? সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফেরা? ওতেও সমস্যা নেই। বসন্ত তার আগমন বার্তা জানায় নিজস্ব ভঙ্গীমায়, মহিমায়। রাস্তার কিনারে, যে গাছের ডালে কখনো ফুল দেখা যায় নি; তার দিকে একটু খেয়াল করে দেখুন তো, কী সুন্দর নতুন পাতা এসে গেছে। দু একটা ফুল শোভা বাড়াচ্ছে তার।
একটু সময় নিয়ে বিকেলের দিকে ঘুরে আসুন না- রমনা, সোহরাওয়ার্দী, কিংবা টিএসসি। গাছে গাছে থোকা থোকা আগুন জ্বলে যেন, লাল টুকটুকে নাম জানা-অজানা ফুলের।
টিএসসি থেকে পিচ ঢালা চওড়া পথে আরেকটু হাঁটুন। বাংলা একাডেমী প্রাঙ্গণ, প্রাণের মেলা-বইমেলা। আশ্চর্য সুন্দর একটা সময়ে হয় এই বইমেলা। পুরোনো বছরের মতো গাছের পুরোনো পাতা, ফুল ঝরে যায়। শীতের রুক্ষতা কেটে গিয়ে লাল-হলুদের কোমলতায় আচ্ছন্ন হয় চারপাশ। এমন সময়ে চোখের সামনে অজস্র নতুন নতুন বই। প্রকৃতি যেন সকল মিলনমেলা ঠিক করেই রেখেছে। আমাদের শুধু উপভোগ করবার পালা।
বসন্তে বইমেলা যেন নবরূপে সাজে। সব বয়সের মানুষের আনাগোনায় বাংলা একাডেমী প্রাঙ্গণ মুখরিত হয়। তরুণ-তরুণীর পরনে থাকে খুব সাধারণ, দেশি পোশাক। অথচ কী সুন্দর মনে হয় সবকিছু। সবচেয়ে সুন্দর দৃশ্য, শিশুদের আগ্রহ নিয়ে বই দেখা। চোখ বড় বড় করে হাসিমুখে, কী আগ্রহ নিয়ে এরা নতুন বইয়ের পাতা উল্টায়।
সন্ধ্যা নেমে আসে একসময়। পশ্চিমের আকাশটা রঞ্জিত করে সূর্য ঢলে পড়তে থাকে, দূরে- বহুদুর। গাছগুলো তার গায়ে নতুন পাতা নিয়ে ঘুমিয়ে পড়ে হয়তো। নামে অন্ধকার। বইয়ের স্টলগুলোতে বাতি জ্বলে ওঠে। বাতি জ্বলে শহুরে রাস্তার ধারেও।
প্রথম দিনটা চলে যায়। এরপর হয়তো বসন্তের ছোঁয়া শহুরে-নগরীতে তেমন করে পাওয়া হয় না। মাথায় ফুলের তোড়া, লাল পাড়ের সাদা শাড়িতে সাজা হয় না তরুণীর।
তবুও, রাস্তার ধারে হঠাতই কোনো গাছের ফুলে আচ্ছাদিত মগডাল দেখে মনটা গেয়ে ওঠে,
‘বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply