ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ। এখন থেকে ফেসবুকের মন্তব্য পড়তে এবং মন্তব্য করতেও লাগবে টাকা। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম।
চালু হতে যাওয়া এই নতুন নিয়মে কয়েক ধরনের গ্রুপে নির্দিষ্ট কিছু কনটেন্ট দেখতে হলে গ্রুপের সদস্যদের খরচ করতে হবে অর্থ। প্রাথমিকভাবে রান্না-বান্না, সন্তান লালন-পালন, বাসাবাড়ি পরিষ্কারসহ কয়েক ধরনের প্রাইভেট গ্রুপে এই নিয়ম চালু হচ্ছে।
ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর অ্যালেক্স ডেভ জানিয়েছেন, খুব বেশি ফেসবুক গ্রুপের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে না।
এই নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের অ্যাডমিনরা সদস্যদের কাছে দুই হাজারেরও বেশি টাকা দাবি করতে পারবেন। তারা যদি এ টাকা পরিশোধ করে তাহলেই কেবল দেখতে পারবে ওই নির্দিষ্ট ছবি বা ভিডিও।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply