ফেসবুককে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে নতুন নতুন ফিচার যোগ করা হয়। এবার ফেসবুকে আসছে এমনই এক নতুন ফিচার ‘things in common’। এর মাধ্যমে এখন ফেসবুকে বন্ধু খোঁজা হবে আরও সহজ। ইতিমধ্যেই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে।
জানা যায়, এই ফিচারটির মাধ্যমে স্যোশাল মিডিয়ায় নন-ফ্রেন্ড ইউজারের সঙ্গে বন্ধুত্ব করা আরও সহজ হবে। তবে এখানে যুক্ত থাকবে অতিরিক্ত কিছু বিষয়। ‘things in common’ নামের এই ফিচারটি একই পছন্দযুক্ত মানুষদের মধ্যে যোগাযোগ বা সেতু তৈরি করবে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর উপরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। সাধারণ ব্যবহারকারীরা কবে ফিচারটি ব্যবহার করতে পারবেন, এখনও পর্যন্ত তার সঠিক তারিখ জানায়নি সংস্থাটি। ফিচারটির মাধ্যমে ইউজাররা খুঁজতে পারবেন কমন শহর, কমন ফেসবুক গ্রুপ, কমন কলেজ, কমন ওয়ার্কপ্লেসসহ অন্যান্য একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যবহারীদের।
ফেসবুক জানিয়েছে, শুধুমাত্র পাবলিক পোস্টগুলির উপর এই ফিচারটি কাজ করবে। শেয়ার করা কমন পোস্টগুলি মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করবে। বিশেষত কমেন্ট বক্সে করা কমেন্টগুলি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যদিকে, নতুন এই ফিচারটি অনেকাংশে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যাকে কমাবে বলে ধারণা ফেসবুক কর্তৃপক্ষ। তারা মনে করেন, এটি তৈরি করবে হাজারো নতুন কানেকশন। যা আরও বেশি ব্যবহার বাড়াবে অ্যাপটির। এমনটাই মনে করছে কর্তৃপক্ষ।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply