মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নতুন করে সাজিয়েছে তাদের সেবা পাওয়ার শর্তাবলি বা টার্মস অব সার্ভিস । জানা গেছে, আপডেট শর্তাবলিগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ফেসবুককে দেওয়ার আইন রয়েছে। যার দরুন ফেসবুকের নিকট পোঁছে যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ।
গ্যাজেটস নাওয়ের খবরে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই আপডেট শর্তাবলির বিষয়ে এখনো চুপচাপ। ফেসবুক এই অ্যাপ্লিকেশনটি কিনে নিয়েছিল। তারপর হোয়াটসঅ্যাপের সেবা পাওয়ার শর্তাবলি নতুন করে তৈরির কাজ শুরু হয়। ওই শর্তাবলি অনুযায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুককে দিতে পারবে। প্রযুক্তি ওয়েবসাইট ওয়েবটেইনফো এ তথ্য নিশ্চিত করেছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ উক্ত বিষয়ে এখনো কোনো মন্তব্যই করেনি।
ওই নতুন শর্তাবলিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কেবল সম্মতি দিলেই ফেসবুক কোম্পানির কাছে তার ব্যক্তিগত তথ্য পাঠানো হবে। শর্তাবলিতে লেখা রয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ও অন্যান্য ফেসবুক কোম্পানিগুলোর পণ্যের নিরাপত্তা, সুরক্ষা, এবং বিশুদ্ধতা নিশ্চিত করণ লক্ষ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুক কোম্পানিগুলোর সঙ্গে লিংক করা হবে। যতক্ষণ আপনি প্রয়োজনীয় অনুমতি না দেবেন, ততক্ষণ পর্যন্ত হোয়াটসঅ্যাপে আপনি যা শেয়ার করবেন (ফোন নম্বরসহ), সেগুলো ফেসবুক বা ফেসবুকের অন্য কোনো কোম্পানির পণ্যে দেখানো হবে না।’
গ্যাজেটস নাওয়ের খবরে বলা হয়েছে, আরও উন্নত সার্ভিস প্রদানের লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর এই নতুন শর্তাবলির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রোফাইল নাম, মোবাইল নম্বর, ব্যবহৃত ডিভাইসের বিভিন্ন তথ্য, অবস্থান প্রভৃতি তথ্য শেয়ারের অনুমতি চাওয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply