“আমি তোমাকে এমন একটা কিছু দিতে চাই, যেটা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও পাবে না।” নওশীন আগ্রহ নিয়ে তাকালো।
বললো, “কী দেবে?” “এদিকে এস। জানালার সামনে দাঁড়াও।” নওশীন জানালার সামনে দাঁড়াল। “হাতটা বাইরে বাড়িয়ে দাও তো, যতটা পারো।” একটু ভিজে যেতেই কেঁপে উঠল সে। বললাম, “এবার চোখ বন্ধ করো। শোনো, টিনের চালে বৃষ্টির কী শব্দ। ঝুম ঝুম, ঝুম ঝুম।” বলে আমিও চোখ বুজলাম। হাত
বাড়িয়ে দিলাম বৃষ্টিতে, নওশীনের পাশে দাঁড়িয়ে। একটুখানি ছোঁয়া লেগে গেল ওর ভেজা শীতল হাতে। নবম শ্রেণীতে পড়া আমি মৃদু কেঁপে উঠলাম। বৃষ্টির শীতলতায় কি না, বলতে পারি না। নওশীনও ওভাবে কেঁপেছিল কিনা, বুঝতে পারিনি। বাইরে প্রচণ্ড বৃষ্টি। মাথার উপর টিনের চাল।তাতে শব্দ হচ্ছে- ঝুম ঝুম, ঝুম, ঝুম। সেই শব্দ যেন আমাকে কোন এক অতল গভীরে নিয়ে যাচ্ছে, আমি হাত-পা ছুঁড়ে তার তল খুঁজে পাই না।
উপন্যাসঃ “যে জীবন বকপক্ষীর”
লেখক: পুলক মন্ডল।
প্রকাশনীঃ নহলী।
প্রাপ্তিস্থানঃ বইমেলা- বাংলা একাডেমী প্রাঙ্গণ, নহলী স্টল।
খুবই মধ্যবিত্ত এক সাদামাটা পরিবার নিয়ে লেখা এই সামাজিক উপন্যাসটি। পড়তে পড়তে মনে হবে, এই উপন্যাসের প্রতিটা চরিত্র আপনার খুবই পরিচিত, খুব কাছের কিছু মানুষের। বইটির ভূমিকা এবং মলাটে লেখা কিছু অংশ তুলে দেয়া হলো, পড়ে দেখবেন। আশা করি ভালো লাগবে।
কুরিয়ারে কেউ সংগ্রহ করতে চাইলে নিম্নোক্ত নম্বরে ফোন করেও অর্ডার করতে পারেন। মোবাইল: ০১৯৬৩-0১৬৪৩৯
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply