রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধিঃ বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স এসোসিয়েশন এর উদ্যোগে খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রানী সম্পদ দপ্তরের সহোযোগিতায় এ সম্মেলনে বদরগঞ্জের সর্ব স্তরের খামারি অংশগ্রহণ করেন। খামারি সম্মেলনে বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স এসোসিয়েশন এর কার্যনিবার্হী পরিষদের সদস্যদের কে শুভেচ্ছা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
জনাব ওমর ফারুক এবং উপজেলা ভেটেনারি সার্জন। আসন্ন কুরবানি এবং দুধ শিল্পকে বাচানোর জন্য বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ করা হয়। বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স এসোসিয়েশন গোখাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এর মান উন্নয়নে সরকারি নজরদারি এবং মানহীন গবাদিপশুর ওষুধ বিক্রির উপরের শাস্তি প্রয়োগের দাবি
জানানো হয়। পল্লি প্রানী চিকিৎসক দের কে এন্টিবায়োটিকের ব্যবহার করা থেকে বিরত থাকতে ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। জরুরী ভিত্তিতে ক্ষুরারোগ থেকে প্রতিকার মূলক ব্যবস্থার জন্য সরকারি টিকা সকলের জন্য সরবরাহ করার আহবান জানান বদরগঞ্জ ডেইরি এন্ড মিট ফারমার্স এসোসিয়েশনের সভাপতি। বদরগঞ্জ উপজেলায় ১৮০০০০ হাজার গবাদিপশু পালন করা হয়। বদরগঞ্জ উপজেলা তে রংপুর বিভাগের সর্বোচ্চ দুধ উৎপাদন হয়ে থাকে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply