সামাজিকমাধ্যম ফেসবুকের কোনো গ্রুপের সদস্যদের মধ্যে যোগাযোগ (গ্রুপ চ্যাট) সেবা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাটে কোনো পরিবর্তন আসছে না।
ফেসবুকের কমিউনিটি ব্লগে গত শুক্রবার (১৬ আগস্ট) প্রকাশিত বার্তায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, গ্রুপের সদস্যদের মধ্যে চ্যাট করার সুবিধাটি প্রায় এক বছর আগে চালু করেছিল ফেসবুক। কিন্তু আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে এই সেবাটি বন্ধ করে দেয়া হবে।
তবে, ইতিমধ্যে যেসব চ্যাট হয়েছে সেগুলো ব্যবহারকারীরা দেখতে পাবেন। ওই গ্রুপ চ্যাটে নতুন কোনো সদস্য যুক্ত করা যাবে না এবং নতুন কোনো মেসেজও পাঠানো যাবে না।
ফেসবুক গ্রুপের সদস্যদের মধ্যে চ্যাটের এই সুবিধা বন্ধ করা হলেও ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাটে কোনো পরিবর্তন আসছে না।
এ বিষয়ে ফেসবুকের বার্তায় বলা হয়েছে, ম্যাসেঞ্জারে আগে যেভাবে গ্রুপ চ্যাট করা যেত সেভাবেই ব্যবহার করা যাবে। সেখানে ফেসবুক বন্ধু বা বন্ধু নয় এমন যে কেউ ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাটে আগের মতোই যুক্ত হতে ও চ্যাট করতে পারবেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:আমিরুল ইসলাম
Leave a Reply