রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-বানারীপাড়া সড়কে গড়িয়ারপাড়ের তেঁতুলতলা নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজছাত্রীসহ মোট ৭ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকালে একটি যাত্রীবোঝাই মাহিন্দ্রা টেম্পোর সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বিমানবন্দর থানা পুলিশ। নিহতেরা হলেন,- ঝালকাঠির বাসিন্দা
ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) গণিতে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে রংমিস্ত্রি মানিক সিকদার (৪০), বরিশালের কাশিপুর এলাকার এনসাফ আলীর ছেলে অটোরিকশা চালক খোকন (৩৫), কাশিপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে মাহিন্দ্রাচালক সোহেল (২৫), বাবুগঞ্জের মাধবপাশা এলাকার মোকলেস হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও তার শিশুপুত্র তাইয়ুম (৭) এবং
আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারী। মাহিন্দ্রা চালকসহ নিহতরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। বিমানবন্দর থানার ওসি এইচ.এম আব্দুর রহমান মুকুল জানান, মাহিন্দ্রা টেম্পোটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে গড়িয়ারপাড়ের অদূরবর্তী তেঁতুলতলা নামক স্থানে বানারীপাড়া অভিমুখী দুর্জয় পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই যাত্রীভর্তি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা টেম্পোটি দুমড়েমুচড়ে
রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই কলেজছাত্রী শীলা হালদারের মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রংমিস্ত্রি মানিক এবং অটোরিকশা চালক খোকনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মারা গেছেন মাহিন্দ্রাচালক সোহেল, গৃহবধূ পারভীন ও তার
শিশুপুত্র তাইয়ুম এবং ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারী। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাতনামা নারীর পরিচয় পাওয়া যায়নি। এদিকে উন্নত চিকিৎসার জন্য মাধবপাশার নিহত গৃহবধূ পারভীনের শিশুপুত্র তাইয়ুমকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায় সে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ৪ জনের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রা টেম্পো ও দুর্জয় পরিবহনের বাসটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply