জাহেদুল ইসলাম মিরাজ,বাঁশখালী ( চট্টগ্রাম) সংবাদদাতা : বাঁশখালী উপজেলাস্থ মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২৫ জুলাই) বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বাঁশখালী পৌরসভা কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচনে আনারস প্রতিক নিয়ে সভাপতি পদে ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল উদ্দীন ছাতা প্রতিক নিয়ে পেয়েছেন ১১৮ ভোট। উড়ো জাহাজ প্রতিকে ২৫৯ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শেখ আরিফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাছির উদ্দীন কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে
চাকা প্রতিক নিয়ে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আতিকুল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফিরোজ শাহী হারিকেন প্রতিকে পেয়েছেন ১৩৯ ভোট। মোমবাতি প্রতিক নিয়ে ২৪৮ ভোটে কােষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম, নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন হাঁস প্রতিকে পেয়েছেন ১৩৩ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফ হোসাইন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয় সাগর, যুগ্ন-সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ রুবেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয় আব্দুল মতলব, মোঃ ইউনুছ, ফরমান আলী, মোঃ জামাল। ১১ জন সদস্য বিশিষ্ট নবনির্বাচিত এই কমিটি আগামী ৩ বছরের জন্য কাজ করবেন বলে জানান সাধারণ সম্পাদক আতিকুল আলম। তিনি আরো জানান, আমরা মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বাজারের সকল ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাবো আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে। সহ-সভাপতি পদে
নির্বাচিত মোঃ শেখ আরিফ বলেন, আমরা মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি-এর ত্রি-বার্ষিক নির্বাচনে একটি যোগ্য কমিটি উপহার দিতে পেরেছি। সভাপতি পদে মাহামুদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আতিকুল আলম দুইজন ব্যক্তিই যোগ্য সংগঠক এবং তাদের দিয়ে আগামীতে মিয়ার বাজার ব্যাবসায়ীদের উন্নয়নের গতি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পূর্ব জলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ মোহাম্মদ আজাদের পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সরকারী আলাওল কলেজের ইংরেজী বিভাগের প্রফেসর এস এম আতাউর রহমান, বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উত্তর সরল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাছান, উত্তর
ভাদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রউফ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইদ্রিস, এডভোকেট তোফাইল বিন হোছাইন, বাঁশখালী থানা প্রতিনিধি এসআই বিমল কুমার দাশ, পৌর কাউন্সিলর আব্দুর রহমান, কাউন্সিলর রোজিয়া সোলতানা, বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা হামেদ, হামিদ উল্লাহ্ হামিদ প্রমূখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply