জাহেদুল ইসলাম মিরাজ,বাঁশখালী (চট্রগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে মহিলা মেম্বারের হামলায় পুরুষ মেম্বার আহত হয়েছে বলে জানা যায় । সংরক্ষিত মহিলা ৭,৮,৯ নাম্বার ওর্য়াডের মেম্বার রাবেয়া বেগম। অন্য দিকে একই ইউনিয়নের ৯ নং ওর্যাডের মেম্বার ফিরোজ সিকদার বলে জানা যায়। ঘটনার বিবরণ দিয়ে মেম্বার ফিরোজ বলেন ব্রাক এর মশারী বিতরণ এর জন্য অধিপত্যে বিস্তার করতে গিয়ে আমাকে মোবাইল নিক্ষেপ করে মহিলা মেম্বার রাবেয়া ।
মোবাইল নিক্ষেপ করার পর আমি মাটিতে পডে গেলে স্থানীয় লোকজন আমাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বাঁশখালী হাসপাতালে এর কর্তব্যরত ডাক্তার এই ঘটনা নিশ্চিত করে বলেন মেম্বার ফিরোজ এর শরীরে দুইটি সেলাই দেয়া হয়েছে রোগী অবস্থা মোটামুটি ভালো। তবুও ভিতরে কোন আঘাত আছে কিনা নিশ্চিত হতে এক্সরে দেয়া হচ্ছে।
এই বিষয়ে বাঁশখালী থানার এস অাই ফারুক থেকে জানতে চাইলে তিনি বলেন অাহত ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে চিকিৎসা করা হয়। এবং মেম্বার ফিরোজ মামলা করলে মামলা নেয়া হবে বলে জানায়। তাছাড়া আইন-সহায়তা দেয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply