এবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বহুল আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন। কানাডায় জন্মগ্রহণকারী ভারতীয়-আমেরিকান এ অভিনেত্রী বাংলাদেশি ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।
ঢাকাই সিনেমার নবীন পরিচালক শামীম আহমেদ রনির আসন্ন সিনেমা ‘বিক্ষোভ’ এ একটি আইটেম গানে অভিনয় করবেন সানি লিওন।
পরিচালক শামীম আহমেদ রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিক্ষোভ সিনেমার একটি গানে পারফর্ম করবেন সানি লিওন। এটাকে আইটেম সংও বলা যেতে পারে। তবে গানটির শুটিং হবে মুম্বাইতেই।
সানি লিওন ছাড়াও ‘বিক্ষোভ’ ছবিতে কাজ করার জন্য আরও চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রজতাভ দত্ত।
রনি বলেন, একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিক্ষোভ সিনেমাটি নির্মিত হবে। সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply