ফের পাল্টে গিয়েছে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সমীকরণ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের জন্য সেমিফাইনালে খেলার পথটা কঠিন করে তুলেছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার ভারতকে হারাতেই হবে বাংলাদেশকে। এরপর চেয়ে থাকতে হবে পাকিস্তানের ম্যাচের দিকে। কারণ ম্যাচটি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে গণ্য হবে। রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। এজবাস্টনে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাংলাদেশকে হারাতে ছক কষতে শুরু করেছে ভারত। বাংলাদেশের দুর্বল বোলিংয়ের সুযোগটা তারা নিতে চায়; পাশাপাশি টার্গেট ব্যাটসম্যানদের থামানো।
ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বেজায় চাপে আছে ভারত। সারাবিশ্বে তো বটেই, খোদ ভারতীয়রাই বলছে কোহলিরা রবিবার ইচ্ছা করে হেরেছে! এমতাবস্থায় এজবাস্টনে মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দলে বদল আসার ইঙ্গিত দিচ্ছে দেশটির সংবাদমাধ্যম। ইংল্যান্ডের বিপক্ষে কেদার যাদবের ব্যাটিং ভারতীয় একাদশে তাঁর জায়গা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এছাড়া বেদম পিটুনি খেয়েছেন আরেক স্পিনার যুজবেন্দ্র চাহাল। শোনা যাচ্ছে, এই দুজনকে একাদশের বাইরে রেখে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।
কুলদীপ-চাহালের জায়গায় ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন স্পিন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেস তারকা ভুবনেশ্বর কুমার। বাংলাদেশের ব্যাটিং এ বিশ্বকাপে দারুণ ছন্দে আছে। এখন পর্যন্ত তিনশ রান তাড়া করে জয়টি বাংলাদেশেরই। তাই টাইগারদের ব্যাটিং নিয়ন্ত্রণে রাখতে ভারতের এমন পরিকল্পনা। তাছাড়া টস নিয়েও ভাবনা রয়েছে কোহলিদের। টস জিতলে চোখ বুজে ব্যাটিং নেবে ভারত। উদ্দেশ্য বাংলাদেশের দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে বিশাল স্কোর সংগ্রহ করা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার নামই তো বোলিং!
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply