বড় ম্যাচগুলোর জন্য বাংলাদেশ বড্ড বেশিই আবেগী বলে মন্তব্য করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় এমন মন্তব্য করেন হারশা ভোগলে। তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ পাঁচ নম্বর দল হবে। এমন না যে আমি কাউকে বাদ দিচ্ছি, তবে বড় ম্যাচগুলোর জন্য বাংলাদেশ বড্ড বেশিই আবেগী।’
তিনি মনে করেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দলগুলো ক্রিকেট বিশ্বকাপে বাড়তি আনন্দ দিয়েছে। বিশ্বকাপকে ‘এশিয়ান বিশ্বকাপ’ বলে মন্তব্য করেছেন ভোগলে।
তিনি জানান, ‘মুশফিকের মতো কেউ যে বড় ম্যাচে একটু বেশিই আবেগী হয়ে যায়, তাদের পক্ষে ম্যাচ জিতে ফেরাটা কঠিন।’
এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের আগেই হাত মুঠো করে উদযাপন শুরু করে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে বাংলাদেশ ১ রানে হেরে যায়। ভারতের বিপক্ষেই বাংলাদেশ গেলো বছর ফাইনাল হেরেছে দুইবার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply