নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে খনন কাজে ব্যবহৃত এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, স্বরূপপুর গ্রামের সোনা হাজীর ছেলে হাফিজুল ইসলাম হাটদোল মাঠে দুই বিঘা জমিতে এবং সাতশৈল গ্রামের মৃত সাইবুল্লা গায়েনের ছেলে পিয়ার আলী গায়েন সাতশৈল মাঠে ১৫ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছিল।
অনুমতি ছাড়াই এ দুটি পুকুর খননের খবর পেয়ে অভিযানে যান ইউএনও। অভিযানকালে এর সাথে জড়িত কাউকে না পেয়ে খনন কাজে ব্যবহৃত দুটি এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।
ইউএনও নাসরিন বানু বলেন, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply