চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দুইটি লাইন আপের ম্যাচ কে হাইভোল্টোজ ম্যাচের আখ্যা দিয়েছেন ফুটবল প্রেমীরা,সেই দুটি লাইন আপ হচ্ছে রিয়াল মাদ্রিদ – পিএসজি এবং বার্সা -চেলসি। প্রথম লাইন আপের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচ হয়ে গেছে, দ্বিতীয় লাইন আপের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়নস লীগের ষোলোর দুই সেয়ানে সেয়ানের ম্যাচ টি শুরু হবে আজ রাত পৌনে ২ টায় চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে।
বাংলাদেশে ম্যাচটি দেখা যাবে সনি টেন -২ চ্যানেলে।
এই ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের কৌতূহলের যেন শেষ নেই। বার্সা কি পারবে চেলসির ঘরের মাঠে জিততে নাকি আন্তোনিও কন্তের চাকরি বাচানোর ম্যাচে জিতবে চেলসি?
সময় ই বলে দিবে কি হতে চলেছে, তার আগে দুই দলের শক্তিমত্তার দিক টা তুলে ধরা হলো।
আক্রমণ ভাগ : বার্সা এই মৌসুমে এক কথায় উড়ছে। কাতালান ক্লাবটির প্রাণ ভোমরা লিওনেল মেসির দুর্দান্ত ফর্মের উপর ভর করে লা লীগা এবং চ্যাম্পিয়নস লীগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে বার্সা। আজকের রাতে চেলসির ঘরের মাঠ থেকে জয় তুলে নিতে হলে লিওনেল মেসিকেই মূল দায়িত্ব পালন করতে হবে।
ফর্মে থাকা লুইস সুয়ারেজ এবং ব্রাজিলিয়ান সেনসেশন ফিলিল কুতিনহো কে সাথে করে নিয়ে আজকেও ঝড় তুলতে চাইবেন আর্জেন্টাইন এই মহাতারকা। বার্সা এখন চারটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতলেও এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আট টি ম্যাচ খেলে জয়ের দেখা পায় নি বার্সা। আজকে হয়ত তারা সেই ধারা ভাঙতে চাইবে।
অপরদিকে চেলসির প্রধান অস্ত্র হচ্ছেন আলভারো মোরাতা কিন্তু হটাৎ করে ই ফর্ম হারিয়ে ফেলেছেন এই তারকা। তবে বড় ম্যাচে হয়ত তিনি জ্বলে উঠতেও পারেন। তার উপর ই আস্থা রাখবেন চেলসি কোচ আন্তোনিও কন্তে।
রক্ষণভাগ : বার্সার রক্ষণ ভাগের সেরা খেলোয়ার জেরার্ড পিকে যেমন একদিকে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করেন তেমনি গোলও দিতে পারেন। বার্সা রক্ষণ ভাগে আজও এডেন হ্যাজার্ড, মোরাতাদের আক্রমণ ঠেকানোর জন্য পিকের উপর ই ভরসা রাখবেন। অপর দিকে চেলসির রক্ষণের সেরা খেলোয়ার গ্যারি কাহিল প্রত্যাশার চেয়ে খারাপ খেলছেন। রক্ষণ ভাগের ব্যর্থতার কারনে চেলসি শেষ ২০ ম্যাচের ৬ টি তে হেরেছে। আজকে মেসি -সুয়ারেজদের আটকাতে চেলসি রক্ষণ কে ভালো কিছু ই করতে হবে।
মাঝমাঠ : বার্সার মাঝমাঠের সেরা খেলোয়ার আন্দ্রেস ইনিয়েস্তা। এই মৌসুমে চোটের কারনে তাকে চ্যাম্পিয়নস লীগের বেশীর ভাগ ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে। ইনিয়েস্তার চোট থেকে ফিরে আসায় চেলসি কোচ কে বাড়তি গুরুত্ব দিতে হবে তাকে ঘিরে। মেসি – সুয়ারেজের সাথে দারুণ বোঝাপড়া কারনে তিনি যে কোন দলের বিপক্ষে এক আতঙ্ক।
অপর দিকে মোরাতার অফ ফর্মের কারনে এডেন হ্যাজার্ড কে পালন করতে হবে বাড়তি দায়িত্ব। অনেক দিন তার সামনে সময় এসেছে নিজেকে প্রমাণ করার। চেলসির হয়ে এই মৌসুমে চ্যাম্পিয়নস লীগের ৬ ম্যাচে দিয়েছেন ৩ গোল,করিয়েন আরও ৩ টি।
গোলরক্ষক : বার্সার গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী মার্ক আন্দ্রে স্টেগান রয়েছেন ফর্মের তুঙ্গে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লীগের ৫ টি ম্যাচে তিনি হজম করেছেন মাত্র একটি গোল। তাই আজকেও বার্সা ভরসা রাখবে তার বিশ্বস্ত এক জোড়া গ্লাভসের উপর।
অন্যদিকে চেলসির গোল রক্ষক থিবো কুর্তোয়া রয়েছেন অফ ফর্মে। চ্যাম্পিয়নস লীগে ৬ ম্যাচে খেয়েছেন গুনে গুনে ৮ টি গোল। তবু তার উপর ভরসা রাখবে চেলসি।
কোচ : চেলসি কোচ হিসেবে যোগ দেওয়ার প্রথম মৌসুমে ই প্রিমিয়ারের লীগ জিতে নেন আন্তোনিও কন্তে। কিন্তু এই মৌসুমে তার অবস্থা করুন। পুরোপুরি ব্যর্থ এই মৌসুমে। কানাঘুষা চলছে এই ম্যাচ হারলে তার চাকরি ই চলে যেতো পারে। তবু চেলসি ভক্তরা ভরসা রাখবেন এই ইতিলিয়ান কোচের প্রতি,যে কোন কৌশল ম্যাচের রং বদলে দিতে পারে।
অন্য দিকে গত মৌসুমে বিপর্যস্ত বার্সার দায়িত্ব গ্রহণ করে বার্সা এই মৌসুমে নিয়ে গেছেন ফর্মের তুঙ্গে। এই মৌসুমে তার অধীনে বার্সা লা লিগা ও চ্যাম্পিয়নস লীগে রয়েছে অপরাজিত।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply