বিএনপি বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে। বেগম খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা নাগাদ নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা অবিলম্বে বিএনপির অন্যান্য কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, একাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে তা পুরোটাই ছিল প্রহসনমূলক। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকতে পারবে না। শিগিরই মধ্যবর্তী নির্বাচন হবে দেশে। আর খালেদা জিয়ার অপরাধ তিনি দেশের মানুষের ভোটের অধিকার কায়েম করতে চেয়েছিলেন।
এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সিনিয়র ছাত্রদল সহ-সভাপতি আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করা হয়।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ২০১৭ সালের ৩১ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply