হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত গালফ এয়ারের ট্রাফিক সহকারী রাশেদ মিয়াকে এক হাজার ২শ’ পিস ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার ভোরে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিকে শনিবার পেটের মধ্যে ইয়াবা বহনের সময় আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এপিবিএনের এক কর্মকর্তা জানান, গালফ এয়ারের যাত্রী ছিলেন বাবুল সূত্রধর নামে এক ব্যক্তি। রোববার ভোরে তিনি বিমানবন্দরে আসেন। এ সময় গালফ এয়ারের ট্রাফিক সহকারী রাশেদ তাকে অনুরোধ করেন একটি ছোট প্যাকেট বাহরাইনে পৌঁছে দেয়ার জন্য। এতে তিনি রাজিও হন। প্যাকেটটি হাতে নেয়ার পর সন্দেহ হওয়ায় বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানান তিনি। প্যাকেট খুলে এক হাজার দুইশ’ পিস ইয়াবা পাওয়া যায়।
পেটের মধ্যে করে ইয়াবা বহনের দায়ে শনিবার রাজধানীর মিরপুর ও শাহআলী এলাকা থেকে আট ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। আটক ব্যক্তিরা হল লোকমান হোসেন, রঞ্জু, জসিম, শাহাজাহান, শাহিদা বেগম, ইউনুছ মিয়া, শাহনাজ বেগম ও মারিয়া আক্তার রিনা।
তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ হাজার পিস ইয়াবা। ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান জানান, জসিম ও শাহজাহান টেকনাফ থেকে পেটের ভেতর করে ইয়াবা নিয়ে আসে ঢাকায়। ৫০-৬০ পিস ইয়াবা বিশেষ পলিথিনে জড়িয়ে ক্যাপসুল আকারে করা হয়। ওই প্যাকেট গিলে ফেলে। ঢাকায় আনার পর সেগুলো বের করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে তারা।
মাদকের চোরাচালানে নিত্যনতুন পন্থা বের করার চেষ্টা করছে কারবারিরা। কেবল আইন শৃঙ্খলা বাহিনী নয়, আমাদের সকল নাগরিকের সচেতনতাই পারে এইসব মাদক ব্যসায়ীদের দৌরাত্ম দূর করতে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply