ভারত বিশ্বকাপে নেই আমরা সবাই জানি। কিন্তু বিশ্বকাপ চলবে আর ভারত আলোচনায় থাকবে না তাতো হয় না। সবাইকে অবাক করে বিশ্বকাপে কিন্তু ঠিক নিজেদের জায়গা করে নিল ভারত।
অবশ্য মাঠে নয়, মাঠের বাইরে। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আসন্ন রাশিয়া বিশ্বকাপে অনুপস্থিত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি টিকিট কেনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।
আর তিন দিন তারপরেই শুরু ফুটবল সেরার লড়াই। ইতিমধ্যেই সারা বিশ্বের চোখ যে রাশিয়ায় তা আর বলার অপেক্ষা রাখে না। ৩২ টি দেশ বিশ্বকাপে খেললেও, বিশ্বের বাকি সব দেশগুলি যে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
এরই নমুনা হিসেবে মোট ১৭,৯৬২টি টিকিট কিনেছেন ভারতের ফুটবলপ্রেমীরা। যা রীতিমতো গর্বের ভারতীয় ফুটবলের কাছে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন ৩৯,৮৮৪। তবে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দর্শকরা মোট ৮৬,৭১০ টিকিট কেটেছেন।
তবে উপস্থিত এবং অনুপস্থিত দেশ মিলিয়ে যে সবার প্রথমে আয়োজক দেশ রাশিয়া থাকবে তা সবারই জানা। তাদের মোট টিকিটের সংখ্যা ৮৭২,৫৭৮।
ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এর জ্বরে কাঁবু তরুণ থেকে বৃদ্ধ সকলেই। বিশ্বকাপ অংশ নেয়া বাইরের দেশগুলোতেও এই উত্তেজনার ছোঁয়া লেগেছে।
এবার দেখবার বিষয় কোন দেশ এই সোনার হরিনের বিশ্বকাপ হাতে পায়। সেদিকেই উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের ফুটবল প্রেমিকদের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply