আসন্ন বিশ্বকাপে রান হবে প্রচুর। ইংল্যান্ডের উইকেট ইতোমধ্যে সেই বার্তাই দিয়ে রেখেছে। ম্যাচ জিততে তাই বোলারদের ভূমিকা রাখতে হবে অনেক। একমাত্র ভালো বোলিং-ই পারবে প্রতিপক্ষ দলকে কম রানের মধ্যে বেঁধে রাখতে। যা তাড়া করা সহজ হবে ব্যাটসম্যানদের পক্ষে।
বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজে ভালো বোলিং করেছে দলের পেসাররা। পেসার আবু জায়েদ রাহী আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটও নিয়েছেন। যা আইরিশদের বিপক্ষে টাইগারদের হয়ে সেরা বোলিং। তবুও প্রশ্ন উঠছে বাংলাদেশের বোলিং নিয়ে! খুঁত ধরছে অনেকেই। বিশ্লেষকরা বলছে, পেস বোলিংয়ে এবার খুব ধাঁর নেই মাশরাফীর দলের।
কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে এখন অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে রুবেল বলেন, ‘আমাদের জন্য (পেসার) চ্যালেঞ্জ যে, এখানে ভালো বোলিং করতে হবে। কীভাবে কম রান দেয়া যাবে, কীভাবে উইকেট বের করে দেয়া তা নিয়ে কাজ করছি সবাই। অনেক চেষ্টা করছি আমরা। এ ছাড়াও ডেথ বোলিংয়ে, মিডল ওভারে ও নতুন বলে কীভাবে ভালো করা যায় তা নিয়ে ভাবছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেটে তেমন পার্থক্য নেই জানিয়ে এই পেসার আরও বলেন, ‘উইকেট প্রায় একই। তবে ওখানে (আয়ারল্যান্ড) অনেক ঠাণ্ডা ছিল, এখানে তেমন নেই। দুই জায়গার উইকেট প্রায় এক হলেও এ ধরনের উইকেটে (ইংল্যান্ড) জিততে হলে পেস বোলিং ভালোভাবে করতে হবে। আসলে পেস বোলারদের উপর অনেক কিছু নির্ভর করে।’
বিশ্বকাপে কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কিনা সাংবাদিকদের ছোঁড়া এমন প্রশ্নের উত্তরে রুবেল বলেন, ‘বিশেষ কোনো লক্ষ্য নেই। আমি চাই ভালো করে বোলিং করতে। দলকে ম্যাচ জেতাতে অবদান রাখতে চাই। আমি যদি সুযোগ পাই অবশ্যই সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। কারণ বিশ্বকাপের মতো জায়গায় সবাই চায় পারফর্ম করতে। সারা বিশ্ব এটার দিকে তাকিয়ে থাকে। তবে হ্যাঁ, প্রতি ম্যাচেই যদি আমি খেলতে পারি তবে লক্ষ্য থাকবে সেরা ৫ বোলারের মধ্যে থাকার।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply