বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানের ব্যবধানে হারে স্বপ্নভঙ্গ হল শতকোটি জনগনের দেশ ভারতের।
এবারের বিশ্বকাপে টপ ফেবারিট ছিল ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে শিরোপার সম্ভাব্য বিজয়ী হিসেবে জয়ী ধরে নেয়া হচ্ছিল বিরাট কোহলির ভারতকেই।
গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছিল তারা। একটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবুও ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছিল তারা।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ভারতীয় অধিনায়ক কোহলির মুখেও উঠে এলো সেই আফসোস ও হতাশার কথা।
কোহলি মনে করেন পুরো বিশ্বকাপে ভালো খেলেও মাত্র ৪৫ মিনিটের দূর্বল ও ভূল ক্রিকেটই ছিটকে দিয়েছে ভারতকে বিশ্বকাপ থেকে।
ম্যাচ শেষে কোহলি বলেন, ‘ম্যাচের প্রথম ভাগে আমরা বোলিং এবং ফিল্ডিংয়ে খুবই ভালো ছিলাম। আমরা মনে করেছিলাম নিউজিল্যান্ডের টার্গেটকে সার্মথ্যর নাগালেই আটকাতে পেরেছি। কিন্তু নতুন বলে তারা যেভাবে শুরু করল এবং প্রথম এক ঘন্টা তাদের বোলাররা যেভাবে পার করল আমি মনে করি পার্থক্যটা এখানেই তৈরি হয়ে গেছে। আমি জানি আমাদের গতকালের দিনটা ভালোই কেটেছে এবং খেলোয়ারদের পারফরম্যান্সও সন্তুষ্ট হওয়ার মতোই ছিল। ভালো সময়কে সঙ্গে নিয়েই আমরা আজ সকালে মাঠে নেমেছিলাম। কিন্তু অবদানটা কিউই বোলারদেরকেই দিতে হচ্ছে। বিশেষ করে নতুন বলের পুরোপুরি সুবিধাটাই তারা লুফে নিয়েছে।’
বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘সবসময়ই খুব বাজে লাগবে যখন আপনি পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেও মাত্র ৪৫ মিনিটের ভূল ক্রিকেটের জন্য ছিটকে পড়বেন। আমি মনে করি আজকের ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের শট বাছাই করাটা আর একটু ভালো হতে পারতো, এছাড়া আমরা খুব ভালো ক্রিকেটই উপহার দিয়েছি। তবে নিউজিল্যান্ড এই জয়টার দাবি রাখে এবং দিনশেষে তারাই এই জয়ের প্রাপ্য।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply