জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিউজ ফিড এবং ছবি ব্যবহার করতে ব্যর্থ হচ্ছেন ব্যবহারকারীরা। সাইটটিতে ঢোকার সাথে সাথে ব্যবহারকারীরা ছবি দেখতে পাচ্ছেননা বা নিউজ ফিডে এলোমেলো দেখতে পাচ্ছেন। এতে বিশ্বজুড়ে দুর্বিপাকে পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার দিক থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ৮২ শতাংশ নিউজ ফিড নিয়ে রিপোর্ট করেছেন।১১ শতাংশ ওয়েবসাইট নিয়ে এবং ৬ শতাংশ লগইন নিয়ে সমস্যা পরেছেন।
জানা যায়, ৩৯ শতাংশ ব্যবহারকারী তাদের ফেসবুক প্রোফাইলে লগইন এবং ৩৩ শতাংশ ব্যবহারকারী ছবি সমস্যায় ভুগছেন। অপরদিকে, ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ফেসবুক সদর দপ্তর থেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply