“সারাদেশে ভোক্তা পক্ষের এক স্লোগান – গরিব মানুষের বিড়ির দাম কমান” স্লোগান নিয়ে নাটোরে বিড়ির ওপর অতিরিক্ত কর প্রত্যাহার করে গরীব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানিয়েছেন মানববন্ধনে বিড়ি ভোক্তারা।
রবিবার সকালে নাটোরের হরিশপুর বাস টার্মিনালের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবী জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর বিড়ি ভোক্তা সভাপতি মোঃ সামসুল আলম ও সাধারন সম্পাদক সুদিপ কুমার। বিড়ির কর প্রত্যাহারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা গরীব খেটে খাওয়া মানুষ। দেহের ক্লান্তি দূর করতে বিড়ি ধুমপান করেন। কিন্তু বিদেশী বহুজাতিক কোম্পানীগুলো বিড়ির দাম বৃদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিড়ির পর সব ধরনের কর প্রত্যাহার করে তা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান বক্তারা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply