হাদীস: হযরত আবু আইউব আনসারী (রা) বলেন, আমাকে হযরত উবাই ইবনে কাব (রা) খবর দিয়েছেন যে, হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, স্বামী যখন তার স্ত্রীর সাথে সঙ্গম করল অথচ বীর্যপাত হলো না অর্থাৎ স্ত্রীর সাথে কিছু স্ফুতি করার পর বীর্যপাত হওয়ার পূর্বে সরে আসলো তখন সে নিজের পুরুষাঙ্গে যা কিছু লেগেছে তা ধৌত করে নিবে তারপর অযু করে নিবে এবং নামায আদায় করবে।
হাদীস: হযরত যায়েদ ইবনে খালেদুল জুহানী হযরত ওসমান গণি জুননুরাইন (র)-কে জিজ্ঞেস করলেন, স্বামী যখন তার নিজের স্ত্রীর সাথে সঙ্গম করল কিন্তু বীর্যপাত হলো না তখন সে কি করবে? এ ব্যাপারে আপনার মতামত কি? উত্তরে হযরত ওসমান গণি (রা) বললেন তখন সে পুরুষাঙ্গ ধৌত করে নিবে এবং নামাযের অযুর ন্যায় অযু করে নিবে।
হযরত ওসমান গণি জুননুরাইন (রা) আরো বলেন আমি হযরত রাসূলুল্লাহ (সাঃ) এর থেকে এ কথা শুনেছি।
হযরত যায়েদ ইবনে খালেদ (রা) বলেন, অতঃপর আমি এ মাসআলাটি সম্পর্কে হযরত আলী ইবনে আবি তালেব (রা) যুবাইর ইবনে আওয়াম (রা) তালহা বিন ওবায়দুল্লাহ (রা এবং উবাই বিন কা’ব (রা) এর কাছে ও জিজ্ঞেস করলাম। তাঁরা সকলেই আমাকে অনুরূপ আদেশ করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply