বুধবার বিকালে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান সাংবাদিকদের বলেন,
কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। বেগম জিয়ার শরীরিক অবস্থা খুবই খারাপ এটাতো সবাই জানেন। ৭৪ ঊর্ধ্ব মানুষ উনার বিভিন্ন ধরণের জটিল রোগ রয়েছে। উনার এই মুর্হূতে চিকিৎসার দরকার। অন্যথায় কোন দুর্ঘটনা ঘটলে সরকারকে তার দায় নিতে হবে।
বেগম জিয়ার বরাত দিয়ে তিনি বলেছেন, তার দ্রুত চিকিৎসা করানো অতীব জরুরি। কিন্তু তা না করে বঙ্গবন্ধু মেডিকেল ও সিএমএইচ এই দুই প্রতিষ্ঠানকে সরকার অযথাই বিতর্কিত করছে। সরকার এটা নিয়ে রাজনীতি করছে। একবার বলে বঙ্গবন্ধু মেডিকেলে একবার বলে সিএমএইচে।
এই দুটি প্রতিষ্ঠানকে সরকার অযথায় বির্তকিত করছেন। এই দুটি প্রতিষ্ঠান নিয়ে আমার তো কোনো বির্তক নেই। কোনো অভিযোগ নেই। আমি ইউনাইটেড হাসপাতালে আগে চিকিৎসা করিয়েছি। ওখানকার ডাক্তাররা আমার রোগ সর্ম্পকে জানেন। ওখানে আমি স্বস্তিবোধ করবো। অযথা এই দুটো প্রতিষ্ঠানকে সরকার বিব্রত করছে।
আযম জানান, খালেদা জিয়া বলেছেন, ওনাকে জেলে রেখে যে নির্বাচন সরকার করতে চান সেটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ৫জানুয়ারি যে ধরণের নির্বাচন হয়েছে ওই নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। ওনাকে জেলে রেখে একটা অর্থহীন নির্বাচন দেশের মানুষ দেখতে চান না। তিনি জানান, খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র, ভোটের অধিকার পুনরুদ্ধারে যে আন্দোলন চলছে তা বেগবান করার নির্দেশ দিয়েছেন। এবং এই অধিকার আদায়ের আন্দোলনে উনি বাইরে থাকুন আর ভেতরে থাকুন উনি নেতৃত্ব দেবেন।
গণমাধ্যমেকে শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গণমাধ্যম যেভাবে উনার নির্জন কারাবাস ও অসুস্থতার খবর তুলে ধরেছেন এজন্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন শান্ত থাকার জন্য। ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য কামনা করতে বলেছেন। নিবার্চনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণ নিবার্চন মানবে না বলে জানান আহমদ আযম।
বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন পরিবারের কয়েকজন সদস্য। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারা পুরনো ঢাকার নাজিমমুদ্দিন রোডের পুরান কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সময় কাটান।
বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বেশ কদিন ধরেই দুটি দল পাল্টাপাল্টি মন্তব্য করে আসছে। বিএনপি চাইছে ইউনাইটেড, সরকার চাইছে সিএমএইচ।
এ ধরনের পরস্পর বিরোধী মন্তব্য না করে, দ্রুত চিকিৎসা গ্রহন করা বেশি উপযোগী খালেদা জিয়ার পক্ষে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply