বাংলাদেশের টেক্সটাইল শিল্প একটি বিশাল সম্ভাবনাময় খাত। এতে হাজার হাজার অশিক্ষিত শ্রমিকের যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি আয় করা যাচ্ছে বৈদেশিক মুদ্রাও। তবে নিয়মতান্ত্রিকতার অভাবে মুখ থুবড়ে পড়ছে দেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকাস্থিত আয়মন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতনভাতা ১০ মের মধ্যে পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি।
এ দিকে রুগ্ণ হিসেবে চিহ্নিত করে ২০ মে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য (লে-অফ) বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এ খবর জানতে পেরে শ্রমিকেরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে প্রায় প্রতিদিনই কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকেন।
পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনভাতাসহ শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি পরিশোধের দাবিতে পাঁচ দিন ধরে কারখানা গেটে অনশন ও অবস্থান ধর্মঘট পালন করছেন। তারা বিক্ষোভও করেন। আন্দোলনরত চার শ্রমিক গতকাল শনিবার অসুস্থ হয়ে পড়েন।
শিল্প পুলিশের ইন্সপেক্টর সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করছেন। শিগগিরই উদ্ভূত পরিস্থিতির সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
শ্রমিকের দাবী-দাওয়া নিয়ে মালিক পক্ষের সচেষ্ট থাকা প্রয়োজন। তাদের ঘামের বিনিময়ে উপার্জিত অর্থেই এত বিশাল বিশাল মিল-ফ্যাক্টরিগুলো গড়ে ওঠে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply