হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, সকলেই বলে আবু হোরায়রা (রা) হাদীস অনেক বেশী বর্ণনা করেন। মোহাজের ও আনসার সাহাবীগণ মিলেও রাসূলুল্লাহ (সাঃ) হতে ঐ পরিমাণ হাদীস বর্ণনা করেননি, যে পরিমাণ হাদীস আবু হোরায়রা (রা)বর্ণনা করেন।
আবু হোরায়রা (রা) বলেন, আ্ল্লাহর নিকট আমাদের সকলকে হাজির হতে হবে। কুরআন শরীফের দু‘টি আয়াতের প্রতি লক্ষ্য না করলে আমি হাদীস বর্ণনা করতাম না। “আমি যে সব সুস্পষ্ট যুক্তি ও পথ নির্দেশ নাযিল করেছি তা পবিত্র কুরআন বিশদভাবে বর্ণনা করার পর যারা সেগুলো গোপন করে রাখে তাদেরকেই আল্লাহ তা‘য়ালা লা’নত করেন এবং অভিশপ্তগণ ও অভিশাপ দেয়।
কিন্তু যারা তওবা করে ও আত্ম সংশোধন করে এবং সব কথা প্রকাশ করে দেয় আমি তাদের তওবা কবুল করে থাকি। যেহেতু আমি আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু। আবু হোরায়রা (রা) আরো বলেন, অবস্থা এরূপ ছিল যে, আমাদের মুহাজির ভাইগণ বাজারে বেচা-কিনায় ব্যস্ত থাকতেন।
আর আমি সর্বদা রাসূলপাক (সাঃ) এর সাথে সাথে থাকতাম। অন্যেরা যখন অনুপস্থিত তখনো আমি উপস্থিত থাকতাম। অন্য সাহাবীয়া যা স্মরণ না রাখত, আমি তা স্মরণ করে রাখতাম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply