ডুবেছে’ শিরোনামে জনৈক ‘বিখ্যাত’ লেখিকা লিখেছেন ডুব সিনেমার রিভিউ। সামনে আসায় রিভিউটি পড়েছিলাম, তখনও সিনেমাটি দেখা হয়নি। কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সিনেমাটি দেখতে বেশ দেরি হয়ে গেল। ডুব দেখার পর মনে প্রশ্ন এসেছে ‘ডুব কি সত্যিই ডুবেছে?’। কাকে আমরা বলবো ‘ডুবা’ আর কাকে বলবো ‘ভাসা’
মানুষের মতোই শিল্পকে ‘আশরাফ’ আর ‘আতরাফ’ শ্রেণীতে ভাগ করার চেষ্টা এই বিশ্বে বিদ্যমান আছে। এই শ্রেণীভেদ করার জন্য এক ধরণের মানদণ্ডের অস্তিত্বও আছে। শিল্প যেহেতু ভৌত বিজ্ঞান নয়, এর মানদণ্ডেরও ভিন্নতা আছে। নানা ‘স্কুল অব থট’ নানা রকম মানদন্ড আমাদের সামনে হাজির করে। সেগুলো দিয়ে মেপে আমরা ঘোষণা করে দেই এটা ‘ আশরাফ শিল্প’ কিংবা ওটা ‘আতরাফ’। এক ‘স্কুল অব থট’ এর বিচারে ‘আশরাফ সিনেমা’ আরেক ‘স্কুল অব থট’ এর বিচারে হয়ে যেতেই পারে ‘আতরাফ’
অনলাইন...
Leave a Reply