বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজিন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় প্রাণ হারালো আফরিন আক্তার (১৩) ও আফসার (১০) নামে দুই ভাইবোন।
তাদের বাবার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মনসুর জানান, কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত হাসনাবাদ কসমোপলিটন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন ও তার ছোট ভাই তৃতীয় শ্রেণির ছাত্র আফসার সোমবার বেলা ১২টায় তাদের বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল।
রাজিন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের চাপা ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানিয়েছেন-তার অবস্থাও আশংকাজনক। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীরা রাস্তায় নামলেও অনেক ক্ষেত্রেই সড়কে বিশৃঙ্খলা এখনও কেড়ে নিচ্ছে জনমানুষের প্রাণ। এজন্য জনসচেতনতা বাড়াতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply