মাহফুজুর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভাদুরিয়া-বিরামপুর এবং ভাদুরিয়া-দাউদপুর রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাদুরিয়া চারমাথা হতে পূর্ব ও পশ্চিমে এবং উত্তরে মহাসড়কের বিভিন্ন অংশ বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। খোয়া-বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করা গর্তগুলো পুরনো চেহারায় ফিরে গেছে। রাস্তার দুইপাশের ভর্তি হয়ে যাওয়া পানি ও গর্তের খোয়া বালু উঠে গোটা এলাকা সয়লাব হয়ে গেছে। রাস্তায় পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে স্থানীয় দোকানদাররা শ্যালো মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন করছে।
রাস্তার এই অংশের বড় গর্তগুলো খোয়াবালু দিয়ে সাময়িকভাবে ভরাট করা হয়েছিল কিন্তু ঈদের সময় ভারী যানবাহনের চাপ ও কয়েকদিনের টানা বর্ষণে খোয়া বালুসহ উঠে গেছে। দৃশ্যমান হচ্ছে আবারো সেই পুরনো গর্ত। বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া এই গর্তগুলোর গভীরতা গাড়ির চালকরা বুঝতে পারছেন না। চাকা গর্তে পড়ে কোচ,বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো কাত হয়ে যায়।
ফলে বেড়ে যায় দূর্ঘটনার সম্ভাবনা। স্থানীয়রা জানান, সড়কটি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ রাস্তা দিয়ে বাস, ট্রাক, মিনিবাস, সিএনজি, ট্রলার, অটোসহ হাজার হাজার মানুষ চলাচল করে। একটু সামান্য পানিতেই এ সড়কে চলাচলরত চালক ও যাত্রী, পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন যানবাহন দূর্ভোগের শিকার হতে হয়। স্থানীয় দোকানদার এফ.এম টেলিকমের মোঃ শাহজাহান বলেন, পানি জমে রাস্তার দুই পাশে তৈরী হয়েছে বিশালগর্ত যার ফলে রাস্তার পাশে ছোটখাটো ডোবা হয়ে গেছে।
উপজেলার বড় মহেশপুর গ্রামের এক পথচারী বলেন, রাস্তার দুই পাশে পানি জমার ফলে এর উপর দিয়ে চলাচল করা এবং রাস্তা পারাপার হওয়া অত্যন্ত কষ্টকর। মাইক্রোবাস চালক মোঃ ইব্রাহীম মিয়া বলেন, সড়কের পাশে পানি জমে থাকার ফলে কোন জায়গায় গর্ত তা বুঝা যায় না। কয়েকজন সিএনজি চালক বলেন, সড়কটি মাঝে মাঝে ইট বিছিয়ে মেরামত করা হয়। কিন্তু কিছুদিন গেলে আবারো একই অবস্থার তৈরী হয়। আমাদের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। স্থানীয়রা জরুরী ভিত্তিতে অধিক ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি মেরামত ও রক্ষণাবেক্ষণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply