বিশ্বকাপের আগে মাত্র একবার নিজেদের পরখ করে দেখার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কার্ডিফে বৃষ্টি বাধায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে গা গরম করেই নিজেদের শেষবারের মতো ঝালাই করে নেয় মাশরাফী-মুশফিকরা। যদিও গত কালকের (মঙ্গলবার) ম্যাচটিতে ভারতের কাছে ৯৫ রানে হেরে গেছে তারা।
অবশ্য বড় ব্যবধানে হারলেও খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ দল। কারণ, প্রস্তুতি ম্যাচ বলে বেশ কয়েকবার পরীক্ষার-নিরীক্ষার পথে হেঁটেছিল টিম ম্যানেজমেন্ট।
প্রস্তুতি ম্যাচ মূলত দলের শক্তিমত্তা যাচাইয়েরই সুযোগ। যেমন গতকাল ২৫ ওভারের আগে স্পিনারদের বোলিংয়েই আনেননি বাংলাদেশ দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সঙ্গে দেখা গেছে খণ্ডকালীন বোলার সাব্বির রহমানের বেশ কয়েকবার বোলিং করতে। গুরুত্বপূর্ণ শেষ দশ ওভারের দিকেও লেগ স্পিন করে গেছেন সাব্বির। এ ছাড়াও সামান্য ইনজুরিতে ভোগায় দেশসেরা ওপেনার তামিম ইকবালের বদলে ইনিংস শুরু করতে দেখা গেছে সৌম্য সরকার ও লিটন দাসকে। এতেই বোঝা যাচ্ছে, শেষ মুহূর্তে সেরা একাদশটি বেছে নিতে কতটা মরিয়া টাইগাররা।
এদিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশিও মনে করেন প্রস্তুতি ম্যাচের কাজই হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ তৈরি করা। হারলেও ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ হওয়ায় আমাদের বোলাররা কঠিন পরিস্থিতিতে কী করে তা দেখার প্রয়োজন ছিলো। বিশেষ করে পাওয়ার প্লে ও শেষ দিকে তারা কেমন করে সেটা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছি আমরা।’
তবে কী পরীক্ষা-নিরীক্ষা জন্য ম্যাচ জয়ের পথেই হাঁটেনি লাল-সবুজের প্রতিনিধিরা? এ প্রসঙ্গে যোশি জানান, ‘আসলে ব্যাপারটা তেমন নয়। যদিও প্রস্তুতি ম্যাচ তারপরেও আমাদের শুরুটা ভালো ছিল। ভারতের ১০০ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলাম আমরা। তবে আসলে আমরা দেখতে চেয়েছি বোলাররা ভিন্ন পরিস্থিতিতে কেমন বোলিং করে। পরিস্থিতির সঙ্গে তারা কীভাবে আচরণ করে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply