মঙ্গলবার সকাল ৮টার দিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর নামক এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
প্রাথমিক নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের ফারুক (২৮)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রকিবুল বলেন, সিডস্টোর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত ফারুক গার্মেন্ট শ্রমিক ছিলেন। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।
তিনি আরও জানান, মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি সাধারণ জনতা ও পরিবহন চালকদের আরো সচেতনতা প্রয়োজন। বিভিন্ন অনিয়ম, সিগন্যাল না মানা, অনুমতির চেয়ে বেশি গতিতে গাড়ী চালানো এসব থেকে বিরত থাকতে হবে সকলকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply