হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন। একসময় রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে নিয়ে যোহর অথবা আছর যেকোন এক ওয়াক্তের নামায আদায় করলেন। হযরত ইবনে সিরীন বলেন, হযরত আবু হোরায়রা (রা) যে ওয়াক্তের নামাযের কথা উল্লেখ করেছেন, তা আমি ভুলে গিয়েছি।
আবু হোরায়রা (রা) বলেন, রাসূলেপাক (সাঃ) আমাদেরকে নিয়ে দু’রাকাত নামায আদায় করলেন, তারপর সালাম ফিরায়ে মসজিদের এক পাশে আড়াআড়ি ভাবে রক্ষিত একটি কাঠের সাথে টেক লাগিয়ে ডান হাতের পিঠের উপর ডান গাল লাগায়ে খুব ক্রোধান্নিত অবস্থায় দাঁড়ালেন। ঐ সময় এমন একদল যারা তাড়াহুড়া করে মসজিদের দরজা দিয়ে বের হয়ে গেলেন।
আর মসজিদে যারা অবশিষ্ট ছিল তারা পরস্পর বলাবলি করতে লাগলেন নামায কি কসর পড়া হয়েছে? উপস্থিত সাহাবাদের মধ্যে হযরত আবু বকর (রা) এবং ওমর (রা) ও সেখানে ছিলেন। তারা উভয়ে রাসূলেপাক (সাঃ) এর ক্রোধান্নিত অবস্থা দেখে তার সাথে কথা বলতে ভয় পেলেন। সাহাবাদের মাঝে ‘খেববাক’ নামক এক ব্যক্তি উপস্থিত ছিলেন।
তার হাত সাধারণ মানুষের হাতের চেয়ে লম্বা ছিল। এ জন্য তাকে বলা হতো ‘যুল ইয়াদাইন’ তিনি আদবের সাথে রাসূলেপাক (সাঃ) কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! নামাযে আপনি কি ভুল করেছেন? না নামায কসর করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমার ধারণা মতে আমি ভুল করিনি এবং নামায কসর করা হয়নি।
কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাঃ) সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, যুল ইয়াদাইন যা বলেছে, ঘটনাটি কি এরূপ? উত্তরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ! অতঃপর রাসূলেপাক (সাঃ) সামনের দিকে অগ্রসর হয়ে বাকী নামায সমূহ আদায় করলেন।
তারপর সালাম ফিরায়ে পুনরায় তাকবীর বলে সিজদায় গেলেন। পূর্বের সিজদায় ন্যায় অথবা তার চেয়ে কিছু লম্বা সিজদা করলেন। তারপর তাকবীর বলে সিজদা থেকে মাথা উত্তোলন করে পুনরায় তাকবীর বলে পূর্বের ন্যায় সিজদা করলেন। তারপর তাকবীর বলে সিজদা হতে মাথা উঠালেন।
ইমামের সুতরাই মোক্তাদির সুতরা :
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ঈদের দিন ঈদের নামায আদায় করার উদ্দেশ্যে বের হলেন এবং সাহাবাদেরকে বর্শা নিয়ে আসার জন্য বলতেন। বর্শা তাঁর নামাযের সামনে পুতে রাখা হত। রাসূলেপাক (সাঃ) বর্শা সামনে রেখে নামায আদায় করতেন। আর সাহাবায়ে কেরাম তার পিছনে দাঁড়ালেন। রাসূলেপাক (সাঃ) সফরেও এরূপ করতেন।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply