গোলাম মহিউদ্দীন। ঢাকা। রবিবার
এখন থেকে ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।সরকার ডিজিটালাইজেশন এর আওতায় ভূমি উন্নয়নের কাজ চলমান রেখেছে। ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম ডিজিটালাইজেশন করা হচ্ছে।স্মার্ট বা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেই সেবা পাবে জনগন।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবেঃ
১। ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নাম্বার খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ও গ) জন্মতারিখ লিখে সেন্ড করার পর আপনার মোবাইল এ একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে। মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে।
নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে। আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ। পরবর্তী কাজ তহশিলদার করবেন। আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তহশিল অফিসে যেতে হবে না।
২। আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধন এর জন্য উদ্যোক্তাগন ভূমি অফিস থেকে ১০ টাকা করে পাবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না।
৩। আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল, এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ,খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।
রুপগন্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ আতিকুল ইসলাম বলেন,সরকার জনগনের ভোগান্তি কমিয়ে,ডিজিটাল প্রক্রিয়ায় সেবা দেয়ার লক্ষ্যে দীর্ঘদিন দিন যাবত কাজ করে আসছে।ভূমি উন্নয়ন তার ব্যাতিক্রম নয়।জমি রেকর্ড,পর্চা,অনলাইনে অভিযোগ দাখিল ও ভূমি উন্নয়ন কর সহ আরো অনেক ভূমি সংক্রান্ত কাজ এখন ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে সরকার।
তিনি আরো বলেন, আপনার ভূমি সংক্রান্ত যে কোন সমস্যায় উপজেলায় বা ইউনিয়ন ভূমি অফিসে আসুন। মনে রাখবেন আগামী জুলাই ২০২১ থেকে সকল ভূমি উন্নয়ন কর অনলাইনে নেয়া হবে। সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সারাদেশে ভূমি উন্নয়ন কর এর ডাটা কার্যক্রম চলমান।সম্মানিত ভূমি মালিক গন নিজ নিজ ক.মোবাইল নম্বর খ.জাতীয় পরিচয় পত্র গ.পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ঘ.নামজারি খতিয়ানের ফটোকপি/ সর্বশেষ খতিয়ানের ফটোকপি ও ঙ.কর পরিশোধের সর্বশেষ দাখিলার ফটোকপি নিজ নিজ ভূমি অফিসে জমা দেয়ার জন্য বলা হয়েছে।ডিজিটাল পদ্ধতিতে ভূমি কর বা খাজনা দাবি একবার নির্ধারণ হলে সংশোধন সম্ভবত কঠিন হবে। তাই নির্ভূল দাবি নির্ধারণের জন্যে সকলে সহযোগিতা করেছেন প্রশাসন।
Leave a Reply