অাওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনের অব্যবস্থাপনা ভুগিয়েছে সবাইকে। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ যেমন দিনভর ভুগেছে, তেমনি যেসব প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারাও গলদঘর্ম হয়েছেন। এক কথায় চরম ভোগান্তির মধ্যে দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা।
শুক্রবার সারাদেশ থেকে আগত অাওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এসেছিলেন ফরম নিতে। যারা ফরম নিতে এসেছেন তারা অনেকেই চারশ’ থেকে পাঁচশ’ লোক এনেছেন। ফলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ, ট্রাফিক পুলিশসহ সবাইকে হিমশিম খেতে হয়েছে।
যেসব মনোনয়ন প্রত্যাশীরা সিঁড়ি দিয়ে দোতলা, তিনতলা উঠেছেন এবং নেমেছেন তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে তারা নিজেরাই স্বীকার করেছেন। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, এটা চরম ভোগান্তি। এখানে অামরাও কষ্ট পেয়েছি, সাধারণ মানুষও ভুগেছে। দিনাজপুর থেকে এক প্রার্থী যখন ফরম নিয়ে নিচে নামেন তখন মনে হচ্ছে যেন এই মাত্র ‘ডুব’ দিয়ে উঠেছেন।
আরেকজন বলেন, ধানমন্ডিতে ফরম বিতরণের ব্যবস্থা না করে বড় একটি মাঠ বেছে নিয়ে জেলা ওয়ারি বুথ করলে এত কষ্ট হতো না। অথবা চারটি স্থানে ভাগ করে দিলেও কষ্টটা লাঘব হতো। এ ছাড়া দিনভর চরম কষ্ট করেছেন মোহাম্মদপুর সংকর থেকে জিগাতলা হয়ে যারা চলাচল করেন। রাস্তাটি একপর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে অধিকাংশ যাত্রীকে ঘুরে যেতে হয়েছে অথবা হেঁটে গেছেন। শনিবার সকাল ১০টায় অাবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করবেন বলে জানানো হয় মাইকে।
এর অাগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয় দলের সভাপতি শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ ৩ আসনের ফরম বিক্রির মাধ্যমে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কার্যক্রমের উদ্বোধন করেন। শেখ হাসিনার পক্ষে ফরমটি কেনেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে রংপুর-৬ আসনের জন্য তিন নম্বর ফরমটি সংগ্রহ করা হয়। ওবায়দুল কাদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার হাতে এই ফরমটি তুলে দেন। স্পিকারের পক্ষে ফরমটি কেনেন চিফ হুইপ আ স ম ফিরোজ। চার নম্বর ফরমটি কেনেন ওবায়দুল কাদের নিজে, নোয়াখালী-৫ আসনের জন্য। এছাড়া খুলনা-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, মাদারীপুর-৩ অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অা ফ ম বাহাউদ্দিন নাছিম, ফরিদপুর-২ সাজেদা চৌধুরীর, ভোলা-১ তোফায়েল অাহমেদ। এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ, নুরন্নিবী চৌধুরী শাওনসহ অনেক নেতা ফরম তোলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply