স্ত্রীর কাছে তার ৫ লাখ টাকা দায় রয়েছে বলে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় উল্লেখ করেছেন তিনি। মন্ত্রিত্বের ভাতা ব্যতীত অন্য কোনো আয় নেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থীর চেয়ে তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেশি। পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক নাসিমের আয়ের উৎস শুধু মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতন/ভাতা বাবদ ৩২ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে নিজের কাছে নগদ ৭ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ লাখ ১ হাজার ২৭৬ টাকা। গাড়ির মূল্য ৬৬ লাখ ৭৬ হাজার ৩৯৮ টাকা। স্বর্ণ ৩০ তোলা, যার মূল্য ৮ লাখ টাকা। আসবাবপত্র রয়েছে ২ লাখ ৮০ হাজার টাকার। ইলেকট্রনিক পণ্য ২ লাখ টাকার।
স্বাস্থ্যমন্ত্রীর কোনো স্থাবর সম্পদ নেই। কিন্তু, স্ত্রীর আয়ের উৎস কৃষিখাত থেকে। বছরে তার এই খাতে আয় ১ লাখ ৫০ হাজার টাকা আয়। বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে পান ৫ লাখ ৯৪ হাজার টাকা।
স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৭ লাখ ৪৪ হাজার টাকা রয়েছে, যা মন্ত্রীর নগদ অর্থের থেকে বেশি। এছাড়া ব্যাংক ও আর্থিকখাতে জমা অর্থের পরিমাণ ২২ লাখ ৫২ হাজার ৯৫০ টাকা, তাও মন্ত্রীর থেকে বেশি।
কোম্পানির শেয়ার কেনা রয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকার। স্বর্ণ আছে ১ লাখ টাকার। ইলেকট্রিক সামগ্রী রয়েছে ১ লাখ টাকার। আসবাবপত্র রয়েছে ২ লাখ টাকার।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply